Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হোসেনপুর উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

হোসেনপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ইহা জুনিয়র স্কুল ছিল। স্বাধীনতার পর  ১৯৭২ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। তৎকালীন সময়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের উদ্যোগে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব আবুল হুছাইন বি,এ,বি,এড সাহেবকে নোয়াখালী সদর থানার অন্তর্গত রাম বল্লবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় অনুরোধ জানালে তিনি অত্র হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। মাত্র কয়েক শতাংশ জমি, স্বল্প সংখ্যক শিক্ষার্থী এবং একটি মাত্র টিনসেড ঘর নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। প্রধান শিক্ষক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায়, দীর্ঘ দুই দশক বিদ্যালয় থেকে কোন বেতন ভাতা গ্রহন করেননি। বরং নিজের বাড়ী থেকে কাঠ, বাশঁ ইত্যাদি দিয়ে বিদ্যালয়ের কাজে সহযোগিতা করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ যারা বিদ্যালয়কে  সহযোগিতা প্রদান করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মরহুম হাফিজ উল্লাহ মিয়া, মরহুম অজি উল্লাহ মাষ্টার, মরহুম মফিজুর রহামন ভুঁইয়া, মরহুম ছিদ্দিক আলম মিয়া, মরহুম আব্দুল রব হাওলাদার, মরহুম মতলব মাঝি, জনাব সুলতান আহাম্মদ, জনাব খোরশেদ আলম মিয়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ। তৎকালীন সময়ে সরকারী বিধি মোতাবেক আজীবন প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য হওয়ার মত জমি ব নগদ টাকা কেউ প্রদান করেননি বিধায় অত্র প্রতিষ্ঠানের আজীবন প্রতিষ্ঠাতা দাতা সদস্য/ ভোটার ও আজীবন দাতা সদস্য/ ভোটার কেউ ছিলেন না।